Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
গল্পে গাঁথা শব্দকথা, মজার কিছু ধাঁধা: কৌতুক, শব্দরস, হাসতে হাসতে বাংলা শেখা: হাসির মাঝে শুদ্ধ সাজে – Dr. Mohammed Amin

গল্পে গাঁথা শব্দকথা, মজার কিছু ধাঁধা: কৌতুক, শব্দরস, হাসতে হাসতে বাংলা শেখা: হাসির মাঝে শুদ্ধ সাজে

Abu Jawad

সংযোগ: https://draminbd.com/গল্পে-গাঁথা-শব্দকথা-মজার/

গল্পে গাঁথা শব্দকথা, মজার কিছু ধাঁধা: কৌতুক, শব্দরস, হাসতে হাসতে বাংলা শেখা: হাসির মাঝে শুদ্ধ সাজে

গল্পে গাঁথা শব্দকথা

❑ সেদিন ইংরেজি পত্রিকায় একটি শিরোনাম দেখে চক্ষু আমার চড়কগাছ! শিরোনামটি ছিল এ রকম: Man gets life for killing wife. অবাক কাণ্ড! জীবনসাথির জীবন কেড়ে নিয়ে লোকটি জীবন পেল কী করে? তার তো ফাঁসিকাঠে ঝুলে জীবন হারানোর কথা। তবে কি সাংবাদিক ভাই শিরোনাম লিখতে ভুল করলেন?

না, সাংবাদিক সাহেব ভুল করেননি কোনো। ভুলটা সেদিন আমারই ছিল। life শব্দটার অর্থ ধরতে পারিনি আমি। বাক্যভেদে একই শব্দের একাধিক অর্থ থাকতে পারে। যেকোনো ভাষার ক্ষেত্রে, খুবই স্বাভাবিক একটি ব্যাপার এটা। ওই শিরোনামে life অর্থ ‘জীবন’ নয়, যাবজ্জীবন কারাদণ্ড। স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে লোকটি।

❑ অর্থ দিয়ে কখনো শব্দ শেখা যায় না। শব্দ শিখতে হয় বাক্য দিয়ে। এই যেমন ধরুন, ambidextrous শব্দটি। এর অর্থ সব্যসাচী। আজ মুখস্থ করে মনে রাখলেও দুদিন পর কিন্তু ঠিকই ভুলে যাবেন আপনি। শব্দটা যেমন বড়, তেমন কঠিন! উচ্চারণ করতে গেলে আটকে যায় মুখে। মনে থাকার মতো কোনো শব্দ নয় এটা।

তাই বলি কী, শব্দার্থের পাশাপাশি বাক্যটাও একটু দেখে রাখুন, তাতে শব্দটা মনের গভীরে গেঁথে রবে বহুদিন। বাক্য আপনি নিজে নিজে বানিয়ে নিতে পারেন অথবা গল্প-উপন্যাস কিংবা অভিধানেরও সাহায্য নিতে পারেন। যেমন : ambidextrous রয়েছে এমন একটি বাক্য—Syed Shamsul Haque is an ambidextrous writer.

❑ আগে ভাবতাম, ‘বাংলো’ একটা বাংলা শব্দ। ছেলেবেলায় যখন বাংলা সিনেমা দেখতাম, তখন এই শব্দটা প্রায়ই শুনতাম। শহরের বড় সাহেবরা গাঁয়ে বেড়াতে গিয়ে বাংলোয় উঠতেন। অভিধানের সাথে ভাব হওয়াতে এখন আমি জানি, ‘বাংলো’ একটা হিন্দি শব্দ। বহুল ব্যবহারের কারণে bungalow শব্দটা পরে ইংরেজি অভিধানেও ঠাঁই করে নিতে সক্ষম হয়েছিল।

❑ “মাঠে ফসল নেই, রোদে পুড়ে খাক হয়ে গেছে সব!”

‘খাক’ শব্দটা কত যে শুনেছি আর কত যে পড়েছি তার ইয়ত্তা নেই! অথচ কখনো অর্থ জানার প্রয়োজন মনে করিনি। আজ অভিধান খুলে দেখে নিলাম—খাক মানে ছাই, মাটি, ধুলোবালি ইত্যাদি। মানুষের মুখে খুব একটা শোনা যায় না, তবে সাহিত্যের বইগুলোতে এ শব্দটা ভালোই চোখে পড়ে।

❑ শব্দ শিখুন কি বাক্য শিখুন, আপনার যদি বইপড়ার অভ্যাস না থাকে, তবে শব্দ-বাক্য শেখার সকল প্রচেষ্টাই মাঠে মারা যাবে। যত বেশি বই পড়বেন, তত বেশি নতুন শব্দের দেখা পাবেন। যত বেশি জ্ঞানচর্চা করবেন, ততই বাড়বে আপনার জানার আকুতি। বাংলা হোক কিবা ইংরেজি, চেষ্টা করুন নিয়মিত বই পড়ে যেতে।

আসলে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু সৌন্দর্য থাকে। বাংলা ভাষার যে মাধুর্য তা আপনি ইংরেজিতে পাবেন না। আবার ইংরেজির সৌকর্য কেবল ইংরেজিতেই খুঁজে পাবেন।

মজার কিছু ধাঁধা

বলুন তো, ‘আমার বয়স তেরো থেকে উনিশের মধ্যে’—এই কথাটিকে ইংরেজিতে কীভাবে বলা হয়? আপনি হয়তো চট করে বলে বসবেন, My age is between 13 and 19. হ্যাঁ, এক হিসেবে এটা ঠিক আছে। কিন্তু এর থেকেও শ্রুতিমধুর একটি বাক্য রয়েছে ইংরেজিতে—I am a teenager. এখানে ‘টিনেজার’ শব্দটি ব্যবহার করার পেছনে মজার ও চমৎকার একটি ব্যাখ্যা রয়েছে। চলুন তবে, সেটাই আজ জেনে নেওয়া যাক—

প্রথমেই ক্লাস ওয়ানের প্রশ্ন দিয়ে শুরু করি। তেরোর ইংরেজি কী? thirteen. চৌদ্দর ইংরেজি? fourteen. পনেরোর? fifteen. এভাবে উনিশের ইংরেজি হলো nineteen, তাই না? একটু খেয়াল করলেই দেখতে পাবেন, teen অংশটুকু কেবল তেরো থেকে উনিশের মধ্যেই রয়েছে। ইংরেজি আর কোনো সংখ্যার শেষে teen পাওয়া যায় না। তাই তেরো থেকে উনিশ বয়সটাকে বলা হয় teenage. আর যারা এ বয়সি, তারাই হচ্ছে teenager. বোঝা গেল তো বিষয়টা?

এখন আরেকটা প্রশ্ন করি। এমন দশটা ইংরেজি শব্দ বলুন, যেগুলোতে কোনো a (ইংরেজি প্রথম বর্ণ) নেই। এমন দশটা শব্দ খুঁজে পাওয়া তো খুব সহজ, তাই না? আচ্ছা, যদি বলি, এমন একশটা ইংরেজি শব্দ বলুন, যেখানে একটাও a নেই, তাহলে কেমন হবে ব্যাপারটা? একশটা শব্দ খুঁজে বের করা কিন্তু মুখের কথা না। এই ধাঁধাটা যদি আগে থেকে না শুনে থাকেন, তাহলে আপনার জন্য এমন একশটা শব্দ খুঁজে বেশ কষ্টকর হয়ে দাঁড়াবে। অনেকের ক্ষেত্রে এটা অসম্ভবও বটে। সত্যি বলছি। বিশ্বাস না হলে নিজেই পরখ করে দেখুন।

যাহোক, ওপরের প্রশ্নটা কঠিন হলেও উত্তরটা কিন্তু একদম সোজা! উত্তর: 1 to 100.

কিছু বুঝতে পারেননি, তাই তো? চট করে 1 থেকে 100 সংখ্যাগুলোকে কথায় লিখে ফেলুন, তাহলেই আপনি উত্তরটা পেয়ে যাবেন। one, two, three, four, five . . . . . এভাবে hundred পর্যন্ত লিখলে দেখতে পাবেন, শব্দগুলোতে কোনো a নেই। মজার ব্যাপার হলো, thousand (হাজার) শব্দটিতেই কেবল একটি a রয়েছে। অর্থাৎ এর আগের ৯৯৯টি শব্দে কোনো a নেই।

এবার আরেকটা ধাঁধা ধরি, কেমন? ইংরেজি পাঁচ লেটারের এমন একটা নাম বলুন তো, যার ইংরেজি বর্ণগুলোকে বিপরীতক্রমে সাজালেও নামটা একই থেকে যাবে? যেমন: ইংরেজি তিন লেটারের একটি নাম হলো Mim. এটাকে যদি উলটো করে লিখি, তবু নামের কোনো হেরফের হবে না; নামটা একই থেকে যাবে। এখন আপনি ইংরেজি পাঁচ লেটারের একটা নাম বলুন, যাকে উলটো করে লিখলেও অপরিবর্তিত থাকবে।

এই ধাঁধাটা আমাকে ধরেছিল আমার এক ছোট বোন। সেটা আজ থেকে আরও ১০ বছর আগের কথা। ও তখন ক্লাস ফাইভে পড়ত। একদিন ও ওর ঘনিষ্ঠ বান্ধবীর নামটি উলটো করে দেখতে পেল, নামের ভেতর কোনো পরিবর্তন আসছে না। এরপর ধাঁধাটা আমাকে ধরল। আমি পারিনি। ওকে উত্তরটা বলতে বললাম। ও তখন বলল, Afifa (আফিফা)। আমি খুব অবাক হলাম, আরে তাই তো! গুড, ভেরি গুড। দারুণ একটা ধাঁধা আবিষ্কার করলি তো!

এই ধাঁধাটি শোনার বহুকাল পরে জানতে পেরেছি, এ ধরনের শব্দ, বাক্য বা সংখ্যাকে বলা হয় প্যালিনড্রোম। গুগলে সার্চ করলে এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।

যা-ই হোক, আপনার জন্য আরও কিছু সহজ-কঠিন ধাঁধা নিচে যুক্ত করে দিলাম। নিজে নিজে বুদ্ধি খাটিয়ে সমাধান করুন। আশা করি, অনাবিল আনন্দে ভরে উঠবে আপনার মন।

(১) বলুন তো এক কেজি তুলার ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি?

(২) এক রাখালের ১৫টি গরু ছিল। ৯টি বাদে সবগুলোই মারা গেল। বেঁচে রইল কয়টি গরু?

(৩) ১টি বিড়াল যদি ১ মিনিটে একটি ইঁদুর ধরতে পারে, তাহলে ১০টি বিড়াল ১০টি ইঁদুর কত মিনিটে ধরবে?

(৪) ভাই বলে, “আমার ভাই আছে যত, বোন তার দ্বিগুণ।” বোন বলে, “আমার বোন আছে যত, ভাই তার সমান।” বলুন তো ভাই কত জন আর বোন কত জন?

(৫) রিনা আর মিনার কাছে কতগুলো কলম আছে। রিনা মিনাকে বলল, “তোমার একটা কলম আমাকে দাও। তাহলে আমার কলম, তোমার কলমের দ্বিগুণ হবে।” তখন মিনা রিনাকে বলল, “না, তুমি বরং তোমার একটা কলম আমাকে দাও। তাহলে তোমার আর আমার কলমের সংখ্যা সমান হবে।” বলুন তো রিনা আর মিনার কাছে কয়টা কলম ছিল?

Abu Jawad-এর কলাম

————————————————————-

জানা অজানা অনেক মজার বিষয়: https://draminbd.com/?s=অজানা+অনেক+মজার+বিষয়
শুবাচ গ্রুপের সংযোগ: www.draminbd.com
শুবাচ যযাতি/পোস্ট সংযোগ: http://subachbd.com/
আমি শুবাচ থেকে বলছি