গেঞ্জি ও জার্সি 

ড. মোহাম্মদ আমীন
মানুষের ঊর্ধ্বাঙ্গের অন্তর্বাস সাধারণত গেঞ্জি নামে পরিচিত। অভিধানে বলা আছে গেঞ্জি হচ্ছে যন্ত্রে বোনা সুতি জামা,যা পুরুষের দেহের ঊর্ধ্বাংশের অন্তর্বাস হিসাবে পরা হয়। এবার দেখা যাক, নামটা কেন গেঞ্জি হলো।

ইংলিশ চ্যানেল ও ফ্রান্সের মধ্যিখানে ‘চ্যানেল আইল্যান্ডস’ নামের চারটি ছোট আকারের দ্বীপ রয়েছে।
চারটি দ্বীপের মধ্যে একটির নাম গার্নজি এবং অন্যটির নাম জার্সি। খেলার সময় খেলোয়াড়দের পরিহিত ‘জার্সি’ নামের পরিধেয়টি ১৮৩৬ খ্রিস্টাব্দে জার্সি দ্বীপে প্রথম প্রস্তুত করা হয়। তাই এ পরিধেয়টির নাম হয় জার্সি। গেঞ্জি নামে পরিচিত পুরুষদের পরিহিত ঊর্ধ্বাংশে পরিধেয় অন্তর্বাসটি ১৮৫১ খ্রিস্টাব্দে গার্নজি দ্বীপে প্রথম প্রস্তুত করা হয়। তাই এর নাম হয় গার্নজি। যা ক্রমান্বয়ে কিছুটি বিকৃত হয়ে গেঞ্জি নামে স্থিতি পায়। দেখুন : শুবাচ লিংক/২  এবং শুবাচ লিংক/১

Language
error: Content is protected !!