গোটা কাহিনি

SalMa Sara

‘গোটা’ কাহিনি

গ্রাম থেকে ব্যবসায়ী মনু মিয়া পরম যত্নে লালিত গোটা(১) নিয়ে এলেন গাবতলী গোহাটে। গোটা(২) হাট ঘুরে ঘুরে তিনি এসে দাঁড়ালেন প্রবেশপথের ঠিক মাঝখানে। হাতে ছোটো একটা ব্যাগ তার মধ্যে রয়েছে কিছু গোটা(৩), খিদে পেলে খাবে বলে। স্বপ্ন, গোটা বিক্রি করে তার মেয়ের জন্য একটি লাল জামা কিনবেন, যার মধ্যে থাকবে গোটা(৪) খচিত কাজ। হঠাৎ পুলিশ এসে ডান্ডা মেরে বললেন, “এই বেটা সব গোটা(৫)।”

শব্দের অর্থ:
১. গোটা=গোরুটা
২. গোটা =অখণ্ড, আস্ত, পুরো
৩. গোটা=ছোটো ছোটো ফল
৪. গোটা =সোনা বা রুপার জরি
৫. গোটা=টেনে একত্র করা, টেনে তোলা

সূত্র : ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

SalMa Sara

উৎস:  ‘গোটা কাহিনি’, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

————————
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
তিনে দুয়ে দশ: শেষ পর্ব ও সমগ্র শুবাচ লিংক
Language
error: Content is protected !!