গৌতম বুদ্ধের বোধি লাভ

গৌতম বুদ্ধের নাম সিদ্ধার্থ গৌতম। আনুমানিক খ্রিষ্টপূর্ব ৫৩৭ অব্দে সিদ্ধার্থ গৌতম বোধি লাভ করে ‘বুদ্ধ’ নামে পরিচিত হন। একই সময় চতুর্বিংশতিতম জৈন তীর্থঙ্কর মহাবীর প্রায় অভিন্ন অপর একটি ধর্মতত্ত্ব প্রচার করেন; যা জৈন ধর্ম নামে পরিচিত হয়। তবে জৈন বিশ্বাসীরা মনে করেন তাঁদের ধর্মতত্ত্ব অনাদিকাল থেকেই প্রচলিত।

Language
error: Content is protected !!