অর্থ-সহ চট্টগ্রামের কতিপয় আঞ্চলিক শব্দ/২
বদ্দা- ভাই, বড়ভাই
মাইজ্জে- মেজ
কুইল্লে- সেজ
পুদি- পূর্ব দিকে
হামাহায়- অবশ্যই
বাত্তি- বাতি
চিয়ার- চেয়ার
টইন- টিন
চুয়ার মার- চড় মারা
বুতল- বোতল
বতল-বোতল
হতুর- কবুতর
হাও-ও – কাক
হাক্কা- খালা
আক্কল- কমন সেন্স ( ছোট শিশুদের কখনো ডাক দিতে হলে হলে বড়রা এই শব্দ ব্যবহার করে ” আক্কল। ইল্লে ন গরে “
কারো কমন সেন্স কম বোঝাতেও এই শব্দ ব্যবহার হয় । এতের আক্কল হম । “
ফুতা- ফুতা শব্দটি কোন শুকনো খাবার মিইয়ে গেলে বলে । মুড়ি ফুতা অই গেইয়ি । ফুতা শব্দটি কিপ্টে মানুষকেও বলা হয় ।
তঁর বোঅর দিন্নে সম্পত্তি নে- তোমার বাপের দেওয়া সম্পত্তি
আল্লা দিলি বালা আচে- আল্লাহর রহমতে ভালো আছে ।
হত তুন হন্ডে যাইবুগো/ যাইবুগু- কোথা থেকে কোথায় চলে যাবে ।
পাইততু নু- পারবে না
ফাইযযে পারি-
ওরু বাড়ি- শ্বশুর বাড়ি
বরো বাড়ি- বাপের বাড়ি
বোই কিলায় থাইককুস- বসে কেন আছ
ননাই- আদর করে ডাকা
মৌ- মামা
হাক্কু- কাকা
ডাইক্কে- বাঁকা
লাই- জন্য (তুয়ার লাই- তোমার জন্য । আর লাই- আমার জন্য )
হাঁডি- খাড়ি
পইন্নে- সমান –
হত- কত
হলম- কলম
মেট্টো গুদাম- মাটির ঘর
টাট্টি- টয়লেট
দুলো- বর
গুজুর গুজুর- ফিসফিস
পওন- ফাল্গুন
পুদিন- পৌষ
হুআল- কপাল
বুআল-বোয়াল
বেকুআইসসে- বেকায়দায়
চাঁকি- ছেঁকে
বডি ফেল- গুটিয়ে ফেল
মছল্লা- জায়নামাজ
মছল্লা/মসল্লা- মসলা
বিলেই- বেড়াল
টিঁয়ে- টাকা
পয়সে- পয়সা
বুতল- বোতল
বতল- বোতল
বাইউন- বেগুন
পিয়ুজ- পেঁয়াজ
হাট্ট বাইউন / হরো বাইউন- টেমটো
জাম্বুরো- বাতাবি লেবু
পাকগর- রান্নাঘর
পইযযে/পইন্নে- সমবয়সী
ছল- ছাগল
কুত্তো- কুকুর
পুনি/উনি- শুটকি
ইচে মাচ- চিংড়ি মাছ
চরই- চড়ুই
পুঁ-আইত্তে- সেহেরির সময়
হইন্দে/হরই- চিচিঙ্গা
পু-আনা- শুকনো
ক্রমশ পরবর্তী পৃষ্ঠা: অর্থ-সহ চট্টগ্রামের কতিপয় আঞ্চলিক শব্দ