অর্থ-সহ চট্টগ্রামের কতিপয় আঞ্চলিক শব্দ/৩
চট্টগ্রামের কতিপয় আঞ্চলিক শব্দ যা আজ প্রায় বিলুপ্ত;
* যুগী/যুগীনিঃ যে সম্প্রদায় গ্রামে গ্রামে কাপড় ফেরি করে বিক্রি করতো।
* বাইন্যাঃ যে সম্প্রদায় সোনা/রূপা দিয়ে অলংকার বানাতো।
* বেরাইজ্জাঃ যাযাবর সম্প্রদায়।
* ঝুনঝুনিঃ এক প্রকার ঘুঙরু যা মায়েরা তাদের শিশুদের পায়ে বা কোমরে লাগিয়ে দিতো, যার শব্দ শুনে মায়েরা বুঝতে পারতো তাদের শিশু কাছাকাছি আছে।
বানানে ভুল থাকলে শুদ্ধ বানান মন্তব্যে জানানোর অনুরোধ থাকলো।
— √ — √ — √ — √ — √ — √ — √ — √ — √ — √ — √ — √ — √ — √ — √