চাল নিয়ে চালাচালি

SalMa Sara

চাল নিয়ে চালাচালি

নিজের কোনো চালচুলো নেই। যেখানে থাকে সেখানেও চাল থেকে পানি পড়ে। দুবেলা যে খাবে সেই চালও বাড়ন্ত। অথচ চালচলন দেখে মনে হয় কোটিপতির ছেলে। চাল করে বড়লোকের মেয়েকে হাত করেছে। পাকা চালবাজ। সঠিক ঘরেই চাল দিয়েছে। বদলে ফেলেছে নিজের চালচিত্র। এবার শ্বশুরের চালায় পায়ের উপর পা তুলে বাকি জীবন চালিয়ে নেবে।
শব্দের অর্থ:
চালচুলো= আশ্রয়
চালে= ঘরের চাল
চাল= খাদ্যশস্য বিশেষ
চালচলন= ব্যবহার
চাল করে= ফন্দি করে
চালবাজ= ধাপ্পাবাজ
চাল দিয়েছে= খেলার চাল
চালচিত্র= কোনো বিষয়ের চলতি বিবরণ বা হাল-হকিকত
শ্বশুরের চালা= খড় বা খোলার ঘর। এখানে শ্বশুরের বোঝানো হয়েছে।
চালিয়ে নেওয়া= কাটানো

বহুরূপী কাটা

দেখতে দেখতে একুশ দিন কেটে গেল হাসপাতালের সাদা বিছানায়। দুর্ঘটনায় দুটো পা কেটে গেছে আমার। অধিক রক্তক্ষরণে বাঁচার কথাই ছিল না। সারাক্ষণ অসহ্য যন্ত্রণায় ছটফট করি সাপে কাটা রোগীর মতো। একটা সময় ছিল যখন কথায় কথায় ছড়া কাটতাম। দুটো বই বেরিয়েছিল আমার। বাজারে বেশ কাটছিল। কিন্তু একটি দুর্ঘটনা জীবনের শুরুতেই তাল কেটে দিল। ডাক্তার সাহেব অবশ্য বলেছেন, বিপদ কেটে গেছে। বাবা হাসপাতালের বিল বাবদ পঞ্চাশ হাজার টাকার একটি চেক কেটে দিলেন। কিন্তু নগদ টাকা না দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে শুরু হল তুমুল কথা কাটাকাটি। তাদের এহেন আচরণে এবার আমার মাথা কাটা গেল।
শব্দের অর্থ:
দিন কাটা= অতিবাহিত হওয়া
পা কাটা= ক্ষত হওয়া
সাপে কাটা= কামড়ানো
ছড়া কাটা =রচনা করা
বাজারে কাটা=বিক্রি হওয়া
তালকাটা= সামঞ্জস্যহীনতা
চেক কাটা=লেখা
বিপদ কাটা= মুক্ত হওয়া
কথা কাটা= ঝগড়া করা
মাথা কাটা= লজ্জিত হওয়া

উৎস: চাল নিয়ে চালাচালি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

বহুরূপী কাটা, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara, শুবাচ লিংক

দশ হাতের গল্প, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

‘গোটা কাহিনি’, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara, ওয়েব লিংক
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
তিনে দুয়ে দশ: শেষ পর্ব ও সমগ্র শুবাচ লিংক
Language
error: Content is protected !!