চিলি(Chile) নামকরণ ও ইতিহাস

ড. মোহাম্মদ আমীন
চিলি (Chile)
চিলির মোট আয়তন ৭,৫৬,০৯৬.৩ বর্গকিলোমিটার। তন্মধ্যে জলভাগের পরিমাণ ১.০৭%। ২০১৫ খ্রিষ্টাব্দের হিসাবমতে, মোট জনসংখ্যা ১,৮০,০৬,৪০৭ এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২৪। আয়তন বিবেচনায় চিলি পৃথিবীর ৩৮-তম বৃহত্তম দেশ, কিন্তু জনসংখ্যা ও জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় এর স্থান যথাক্রমে ৬২-তম ও ১৯৪-তম। ২০১৪ খ্রিষ্টাব্দের হিসাবমতে, চিলির জিডিপি (পিপিপি) ৪১০.২৭৭ বিলিয়ন ইউএস ডলার (৪২-তম) এবং সে হিসাবে মাথাপিছু আয় ২৩,১৬৫ ইউএস ডলার (৫৩-তম)। মুদ্রার নাম পেসো। রাজধানী সান্টিয়াগো। সাহিত্যে ১৯৪৫ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার বিজয়ী গ্র‌্যাব্রিয়েল মিস্ট্রাল ও ১৯৭১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার বিজয়ী পাবলো নেরুদা চিলির অধিবাসী।
 
১৮১৮ খ্রিষ্টাব্দের ১২ ফেব্রুয়ারি চিলি স্পেন হতে স্বাধীনতা ঘোষণা করে এবং ১৮৪৪ খ্রিষ্টাব্দের ২৫ এপ্রিল স্বাধীন হিসাবে স্বীকৃতি পায়। চিলির পিউরেটো উইলিয়ামস (Puerto Williams) পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত গ্রাম। চিলির তটরেখার দৈর্ঘ্য ৬,৫০০ কিলোমিটার। সমুদ্র সমুদ্রপৃষ্ঠ হতে ৭,৫০০ ফুট উুঁচ চিলির অ্যাটাকামা মরুভূমি পৃথিবীর শুষ্কতম মরুভূমি। এ মরুভূমিতে এমন কিছু এলাকা রয়েছে, যাতে এ পর্যন্ত এক বিন্দু বৃষ্টিও পড়েনি। এবং সিংহভাগ এলাকায় গত ৪০ বছর কোনো বৃষ্টিপাত হয়নি। সম্ভবত এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমি। আন্দেজ পর্বতমালা হতে প্রশান্ত মহাসগর পর্যন্ত বিস্তৃত এ মরুভূমির দৈর্ঘ্য ১,০০০ কিলোমিটার এবং আয়তন ৩,৬৩,০০০ বর্গকিলোমিটার। আপনি যদি পৃথিবীর সবচেয়ে পরিষ্কার স্থান দেখতে চান, তো আপনাকে চিলি যেতেই হবে। চিলিয়ান প্যাটাগোনিয়া (Chilean patagonia) পৃথিবীর সবচেয়ে পরিষ্কার স্থান।
Language
error: Content is protected !!