ড. মোহাম্মদ আমীন
চুলবুল চুলুবুল কমিলওয়ালা জনকজননী-জননী
কমলিওয়ালা
কমলিওয়ালা শব্দের অর্থ— (বিশেষণে) কম্বলপরিহিত। নজরুল লিখেছেন: তারপর এই যে হিন্দুস্থানের অলিতে গলিতে কমলিওয়ালে সেজে ফিরে এলুম। বিশেষ্যে শব্দটির অর্থ— কম্বলাবৃত সাধক। হিন্দুস্থানে কম্বলে আবৃত সাধকদের কমলিওয়ালা বলা হতো।
চুলবুল ও চুলুবুলু
হিন্দি ও উর্দু ভাষায় বহুল ব্যবহৃত চুলবুল অর্থ— (বিশেষণে) চপল, চঞ্চল; অশান্ত, অস্থির। প্রয়োগ:
চুলবুল বুলবুল শিস দেয় পুষ্পে,
এইবার এইবার খুকু চোখ খুলবে। (নজরুল ইসলাম)।
চুলবুল থেকে আঞ্চলিক চুলবুল। এর অর্থ: কোনো কারণ ব্যতিরেকে বা অযথা অস্থির, যার কথায় বা চলায়-বলায় কোনো স্থিরতা নেই, এমন কাজ করে যা নির্ভরশীল নয়, আস্থা রাখা যায় না যার ওপর।
জনকজননী-জননী
জনকজননী অর্থ পিতামাতা। সংস্কৃত জনকজননী-জননী (জনক+জননী+জননী) অর্থ (বিশেষ্যে) পিতামাতার জন্মদাত্রী; জন্মভূমি, ধরিত্রী। শব্দটির চমৎকার প্রয়োগ করেছেন রবীন্দ্রনাথ: “অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী।”
রবীন্দ্রনাথ শব্দটির বানান লিখেছেন জনকজননিজননী। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান লিখেছে জনকজননী-জননী (জনকজননীজননী)। জনকজননীজননীজনক অর্থ পিতামাতার জন্মদাত্রীর পিতা।
অয়ি ভুবনমনোমোহিনী, মা,
অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী ॥
নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,
অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী ॥
প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে,
প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী।
চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন
জাহ্নবীযমুনা বিগলিত করুণা পুণ্যপীষূষস্তন্যবাহিনী ॥
—————————————————-
ক্লিক করুন এখানে
বাংলাদেশ ভবন কী এবং কোথায় অবস্থিত
রাম ধনু, রামধনু রংধনু; দোষ ঘুষ দোসরা এবং দোষী
ফাইফরমাশ, ঘর পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়
ভুল আর ভুল থেকে ফুল; সংগৃহীত বনাম সংগ্রহীত; অসাধারণ ভুল, উচিত তফাত দারুণ
চাটাই মানে ছাত্রদের ঠাঁই; ছাত্র ও চাটাই; নোটন নোটন পায়রা: নোটন ও লোটন; এমভি, টাইটানিক