চোখ বুলালেই শুদ্ধ
পড়াশুনা ও পড়াশোনা দুটোই শুদ্ধ।
পত্রাঘাত ও পদাঘাত
পত্রাঘাত করা অর্থ (ক্রিয়াবিশেষণে) চিঠি লেখা (আকাশের ঠিকানায় চিঠি লিখো), পত্র লেখা (পত্রখানি রাখিও যতনে)। বাবুলের এক পত্রাঘাতে কাকলি কুপোকাত। পদাঘাত অর্থ পা দিয়ে আঘাত করা। পত্রাঘাতে মন জয় করা যায় কিন্তু পদাঘাতে শরীর ও মন দুটোই রক্তাক্ত হয়।