SalMa Sara
ছড়ায় ছড়ায় শব্দ শিখি অর্থ শিখি সহজে
এই সময় এক একটা দিন
ভালো থাকাটাই ভাল।
জানি, এই কালো দূর হয়ে
আসবে নতুন কাল।
শব্দের অর্থগুলো জেনে নিই—
ভালো= উত্তম, মঙ্গল, হিত, উপকার
ভাল= কপাল, ভাগ্য
কালো= অন্ধকার, ময়লা
কাল= সময়, ঋতু ( বসন্তকাল ), যুগ ( একাল, সেকাল )
ছড়ায় ছড়ায় শিখি – ২
তোমার দেখছি কাশি,
শুনলাম যাচ্ছ নাকি কাশী?
এখন কোথাও যেয়ো না,
বাইরে আছে করোনা।
ধরবে তোমায় সহজেই
করবে নাতো করুণা।
শব্দগুলোর অর্থ জেনে নিই—
কাশি=কাশরোগ, গলার খকখক শব্দ
কাশী=ভারতে অবস্থিত হিন্দুদের তীর্থস্থান
করোনা=এক ধরনের ভাইরাস, অণুজীব
করুণা=দয়া, কৃপা
মানসিক কষ্ট-ব্যথা
সবই কিন্তু মানুষিক।
চারপাশে মাৎস্যন্যায়
কেউতো নয় মানবিক।
শব্দগুলোর অর্থ জেনে নিই—
মানসিক= মন সম্পর্কিত
মানুষিক= মনুষ্যকৃত, মানুষ দ্বারা রচিত বা সম্পন্ন এমন
মাৎস্যন্যায়= অরাজকতা, যেমন– ছোটো মাছকে খায় বড়ো মাছ, সেইরকম “জোর যার মুল্লুক তার” নীতি
মানবিক=মনুষ্যসুলভ, মানবীয় গুণ
উৎস: SalMa Sara, শুবাচ লিংক
ছড়ায় ছড়ায় শিখি – ১, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
ছড়ায় ছড়ায় শিখি – ২, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
ছড়ায় ছড়ায় শিখি—৩, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
ছড়ায় ছড়ায় শিখি – ৪, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
ছড়ায় ছড়ায় শিখি – ৫, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
আবেগ-শব্দ, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
ছড়ায় ছড়ায় শিখি—৩, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
কান নিয়ে টানাটানি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
চাল নিয়ে চালাচালি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
বহুরূপী কাটা, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)