Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
জনক : অ্যাডাম স্মিথ : অর্থশাস্ত্র – Dr. Mohammed Amin

জনক : অ্যাডাম স্মিথ : অর্থশাস্ত্র

অ্যাডাম স্মিথ : অর্থশাস্ত্রের জনক
অ্যাডাম স্মিথ (১৭২৩-১৭৯০ খ্রি.) আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত। তিনি ১৭৭৬ খ্রিষ্টাব্দে “অহ ওহয়ঁরৎু রহঃড় ঃযব ঘধঃঁৎব ধহফ ঈধঁংবং ড়ভ ঃযব ডবধষঃয ড়ভ ঘধঃরড়হং” নামক গ্রন্থ লিখে অর্থনীতির মূল বিষয়গুলো সম্পর্কে ধারণা দেন। তাই তাকে অর্থশাস্ত্রের জনক বলা হয়। ৪ বছর বয়সে একদল ইহুদি তাঁকে অপহরণ করে। পরে তাঁর চাচার সহযোগিতায় দ্রুত মুক্ত হয়ে মায়ের কাছে ফেরত যান। অ্যাডাম স্মিথ রচিত “ঞযব ডবধষঃয ড়ভ ঘধঃরড়হং” বইটি ২০০৫ খ্রিষ্টাব্দে সর্বকালের সেরা ১০০ স্কটিশ বইয়ের তালিকায় স্থান পায়। বলা হয়ে থাকে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার (গধৎমধৎবঃ ঞযধঃপযবৎ) স্মিথের এই বই সর্বদা হাত ব্যাগে বহন করতেন।