জনক : অ্যামব্রোস ফ্লেমিং : তড়িৎ বিদ্যার জনক

অ্যামব্রোস ফ্লেমিং : তড়িৎ বিদ্যার জনক
তড়িৎ বিদ্যা (Electronics‌), তড়িৎ প্রকৌশলের একটি শাখা যেখানে ভ্যাকুয়াম টিউব, গ্যাস বা অর্ধপরিবাহী যন্ত্রাংশের মধ্য দিয়ে ইলেক্ট্রনের প্রবাহ, সীমাবদ্ধতা, ব্যাবহারিক আচরণ ও প্রক্রিয়া আলোচিত হয়। ১৯০৪ খ্রিষ্টাব্দে জন অ্যামব্রোস ফ্লেমিং দুইটি তড়িৎ ধারক বৈশিষ্ট্যের সম্পূর্ণ বদ্ধ কাচের এক প্রকার নল (vacuum tube) উদ্ভাবন করে তার মধ্য দিয়ে একমুখী তড়িৎ পাঠাতে সক্ষম হন। সে সময় থেকে তড়িৎ বিদ্যার সূচনা। তাই তাকে তড়িৎ বিদ্যার জনক বলা হয়।
Language
error: Content is protected !!