জনক : আইনস্টাইন : আপেক্ষিকতত্ত্ব ও আধুনিক পদার্থবিদ্যার জনক

আইনস্টাইন : আপেক্ষিকতত্ত্ব ও আধুনিক পদার্থবিদ্যার জনক
আলবার্ট আইনস্টাইন (১৪ মার্চ ১৮৭৯ – ১৮ এপ্রিল ১৯৫৫) ১৮৭৯ খ্রিষ্টাব্দের ১৪ই মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন। আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কারের জন্য তাকে আপেক্ষিক তত্ত্বের জনক বলা হয়। তাঁর আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বলবিজ্ঞান ও তড়িচ্চৌম্বকত্বকে একীভূত করেছিল এবং আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব অসম গতির ক্ষেত্রে আপেক্ষিকতার তত্ত্ব প্রয়োগের মাধ্যমে একটি নতুন মহাকর্ষ তত্ত্ব প্রতিষ্ঠিত করেছিল। তার অন্যান্য অবদানের মধ্যে রয়েছে আপেক্ষিকতাভিত্তিক বিশ্বতত্ত্ব, কৈশিক ক্রিয়া, ক্রান্তিক উপলবৎ বর্ণময়তা, পরিসাংখ্যিক বলবিজ্ঞানের চিরায়ত সমস্যাসমূহ ও কোয়ান্টাম তত্ত্বে তাদের প্রয়োগ, অণুর ব্রাউনীয় গতির ব্যাখ্যা, আণবিক ক্রান্তিকের সম্ভ্যাব্যতা, এক-আণবিক গ্যাসের কোয়ান্টাম তত্ত্ব, ফোটন তত্ত্বের ভিত্তি স্থাপনকারী নিম্ন বিকরণ ঘনত্বে আলোর তাপীয় ধর্ম, বিকিরণের একটি তত্ত্ব যার মধ্যে উদ্দীপিত নিঃসরণের বিষয়টিও ছিল, একটি একীভূত ক্ষেত্র তত্ত্বের প্রথম ধারণা এবং পদার্থবিজ্ঞানের জ্যামিতিকীকরণ। পদার্থ বিজ্ঞানের অনেক গরুত্বপূর্ণ সমস্যা নিউটনের আবিষ্কারের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। এজন্য তাঁকে আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক বলা হয়। তিনি ১৯২১ খ্রিষ্টাব্দে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আইনস্টাইন ১৭২৭ খ্রিষ্টাব্দের ৩১ শে মার্চ মারা যান।
সাধারণ জ্ঞান সমগ্র
Language
error: Content is protected !!