জনক : আবু আল মাসুদি : ইসলামের ইতিহাস

আবু আল মাসুদি : ইসলামের ইতিহাস
ইতিহাসবেত্তা ও ভূগোলবিদ আবু আল-হাসান আলী ইবন আল হুসেন ইবনে আলী আল-মাস’উদি “ইসলামের ইতিহাস” নামক অধ্যয়নশাস্ত্রের জনক হিসেবে খ্যাত। তিনি ৮৯৬ খ্রিষ্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন। তাকে অনেক সময় আরবের হেরোডোটাস উল্লেখ করা হয়। তিনি ৯৫৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে মিশরের কায়রো শহরে মারা যান।
ড. মোহাম্মদ আমীন
Language
error: Content is protected !!