আর্কিমিডিস : গণিতশাস্ত্রের জনক, স্থিতিবিদ্যার জনক
গ্রিক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ, দার্শনিক এবং ক্ল্যাসিক্যাল যুগের অন্যতম সেরা বিজ্ঞানী আর্কিমিডিস (খ্রিষ্টপূর্ব ২৮৭-২১২) গণিতশাস্ত্র ও স্থিতিবিদ্যার জনক হিসেবে খ্যাত। পদার্থবিদ্যায় তাঁর উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে স্থিতিবিদ্যা আর প্রবাহী স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন এবং লিভারের কার্যনীতির বিস্তারিত ব্যাখ্যাপ্রদান। পানি তোলার জন্য আর্কিমিডিসের স্ক্রু পাম্প, যুদ্ধকালীন আক্রমণের জন্য সীজ ইঞ্জিন ইত্যাদি মৌলিক যন্ত্রপাতির ডিজাইনের জন্যও তিনি খ্যাত। তিনি মেথড অফ এক্সহশন ব্যবহার করে অসীম ধারার সমষ্টিরূপে প্যারাবোলার বক্ররেখার অর্ন্তগত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেন এবং পাই (π)-এর প্রায় নিখুঁত একটি মান নির্ণয় করেন। এছাড়াও তিনি আর্কিমিডিসের স্পাইরালের সংজ্ঞা দেন, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রদান করেন এবং অনেক বড়ো সংখ্যাকে সহজে প্রকাশ করার কার্যকর পদ্ধতি আবিষ্কার করেন।