জনক : আল খারিজমি : বীজগনিতের জনক

আল খারিজমি : বীজগনিতের জনক
মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মূসা আল খারিজমি ওরফে আল খারিজমি (৭৮০-৮৫০ খ্রিষ্টাব্দ) ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তাঁর লেখা “আল জাবর ওয়াল মুকাবিলা” গ্রন্থে তিনি রৈখিক এবং দ্বিঘাত সমীকরণের প্রথম পদ্ধতিগত সমাধান উপস্থাপন করেন। জ্যামতিক প্রমাণের মাধ্যমে বর্গের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমধান বীজগণিতে তার প্রধান সাফল্য। তিনিই সর্বপ্রথম বীজগণিতকে স্বাধীন শাখা হিসেবে তুলে ধরেন এবং সমীকরণ সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তাই তাকে বীজগণিতের জনক বলা হয়। আলজেবরা শব্দটি এসেছে তাঁর “আল জিবর ওয়াল মুকাবিলা” বই এর শিরোনাম থেকে। দ্বাদশ শতকের দিকে পাটিগণিতের উপর খারিজমির বই “অষমড়ৎরঃযসড় ফব ঘঁসবৎড় ওহফড়ৎঁস” এর বর্ণনাকৃত ভারতীয় সংখ্যার উপর ভিত্তি করে পশ্চিমা বিশ্ব দশমিক সংখ্যা পদ্ধতি চালু করে। ১১৪৫ খ্রিষ্টাব্দে রবার্ট অব চেস্টার অনূদিত “আল জাবর ওয়াল মুকাবিলা বইটি ষোড়শ শতক পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়সমূহে গণিতের প্রধান বই হিসেবে পড়ানো হতো।
ড. মোহাম্মদ আমীন
Language
error: Content is protected !!