আল রাযি : সালফিউরিক এসিডের জনক
আল-রাযি নামে সমধিক পরিচিত পারসিক চিকিৎসক, দার্শনিক, রসায়নবিদ ও পদার্থবিদ আবু বকর মোহাম্মাদ ইবন যাকারিয়া আল রাযি সালফিউরিক এসিডের আবিষ্কারক। তিনি ৮৬৫ খ্রিষ্টাব্দে বর্তমান ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী রে শহরে জন্মগ্রহণ করেন। চিকিৎসাবিজ্ঞান, আল-কেমি, পদার্থবিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের ওপর তিনি ১৮৪টির অধিক গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। তিনি ছিলেন আব্বাসীয় খেলাফতের বৃহত্তম চিকিৎসা কেন্দ্র “আল-মাওতিদ” হাসপাতালের পরিচালক। আল-রাযি ইথানল উৎপাদন, বিশোধন ও চিকিৎসায় এর ব্যবহার প্রক্রিয়ার আবিষ্কারক হিসেবেও খ্যাত। তার চিকিৎসা পদ্ধতি ছিল হিপোক্রেটাস ও গ্যালেন-এর নির্দেশনা প্রভাবিত। পদার্থ, রাসায়ন ও দর্শন চিন্তাতেও তিনি পাশ্চাত্য ধারণার উপর ভিত্তি করে নিজের গবেষণা কর্মকে এগিয়ে নিয়েছেন। আল-রাযি ৯২৫ খ্রিষ্টাব্দের ২৭ অগাস্ট ৬০ বছর বয়সে মারা যান।