ইউক্লিড : জ্যামিতির জনক
বিখ্যাত গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড (জনা¥ : অজানা- মৃত্যু : ৩০০ খ্রিষ্টপূর্ব) জ্যামিতির জনক। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে মাত্র তিনটির সন্ধান পাওয়া গিয়েছে। এগুলো হলো : ডাটা, অপটিক্স ও এলিমেন্টস। এলিমেন্টস বইটি মোট ১৩ খ-ে প্রকাশিত হয়েছিল। পাটিগণিতের মূল নিয়মাবলী, জ্যামিতি, গাণিতিক রাশি ও গাণিতিক সংকেত, সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন শাখায় তাঁর অবদান রয়েছে। তাঁর প্রধান বৈজ্ঞানিক গ্রন্থ ইউক্লিড’স এলিমেন্টস। এতে আলোচনা আছে তলমিতি ও ঘনমিতি এবং সংখ্যাতত্ত্বের বিভিন্ন সমস্যা; যেমন : অ্যালগরিদম নিয়ে। ইউক্লিডের জ্যামিতির স্বতঃসিদ্ধ প্রণালি নিম্নোক্ত কয়েকটি মৌলিক প্রতীকির উপর নির্ভরশীল। সেগুলো হচ্ছে : বিন্দু, রেখা, তল, গতি এবং এই দুটি সম্পর্ক : “কোনো বিন্দু একটি তলের অন্তর্গত একটি রেখার উপর অবস্থিত” এবং “যে কোনো বিন্দুর অবস্থান অন্য আর দুটি বিন্দুর মধ্যে”।