জনক : ইবনে সিনা : আধুনিক ওষুধ বিদ্যার জনক

ইবনে সিনা : আধুনিক ওষুধ বিদ্যার জনক
আবু আলী হোসাইন ইবনে সিনা (৯৮০ খ্রিষ্টাব্দ – ১০৩৭ খ্রিষ্টাব্দ) মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক। সর্ববিদ্যায় পারদর্শী হিসেবে আখ্যায়িত ইবনে সিনা একই সঙ্গে ইরান, তুরস্ক, আফগানিস্তান এবং রাশিয়ায় জাতীয় জ্ঞানবীর হিসেবে সম্মানিত। মুসলিম বিশ্বে এখন তার প্রভাব সবচেয়ে বেশি। যদিও তিনি কাফের ঘোষিত হয়েছিলেন। মধ্যযুগীয় জ্ঞান-বিজ্ঞানের ভিত রচনায় তার অবদান অনস্বীকার্য। তার মূল অবদান ছিল চিকিৎসা শাস্ত্রে। ইবনে সিনা ৫ খ-ের চিকিৎসা বিজ্ঞানের উপর “কানুন ফিততিব” নামের বিশ্বকোষ রচনা করেন। এটি ঊনবিংশ শতক পর্যন্তও প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল প্রতিষ্ঠানসমূহে পাঠ ছিল। ইউনানী চিকিৎসায় এখনও এর অবদান অপরিসীম। আরবিতে ইবন সিনাকে আল-শায়খ আল-রাঈস তথা জ্ঞানীকুল শিরোমণি হিসেবে আখ্যায়িত করা হয়। ইউরোপে তিনি আভিসিনা (আরপবহহধ) এবং হিব্রু ভাষায় আবহ ঝরহধ। আরবে তার পুরো নাম আবু আলী হোসাইন ইবনে আব্দুল্লাহ আল হাসান ইবনে আলী ইবনে সিনা।
ড. মোহাম্মদ আমীন
Language
error: Content is protected !!