ইমানুয়েল কান্ট : আলোকিত যুগের শেষ গুরুত্বপূর্ণ দার্শনিক
ইমানুয়েল কান্ট (এপ্রিল ২২, ১৭২৪ – ফেব্রুয়ারি ১২, ১৮০৪) অষ্টাদশ শতকের জার্মান দার্শনিক। কান্টের জন্ম পূর্ব প্রুসিয়ার কোনিগসবের্গে। এটি বর্তমানে রাশিয়ার কালিনিনগ্রাদ নামে পরিচিত। কান্টকে আধুনিক ইউরোপের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ বলা হয়। তিনি ইউরোপের ঊহষরমযঃসবহঃ বা আলোকিত যুগের শেষ গুরুত্বপূর্ণ দার্শনিক হিসেবে খ্যাত।
ড. মোহাম্মদ আমীন।