উইলহেম উন্ড :পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক
উইলহেম উন্ড পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক। পরীক্ষণ মনোবিজ্ঞান হলো পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত আচরণ সম্পর্কিত তথ্য ও তত্ত্বের সমাহার। ১৮৭৫ খ্রিষ্টাব্দে উইলহেম উন্ড জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে এবং একই বছরে উইলিয়াম জেমস হার্ভাড বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে মনোবিজ্ঞানের পরীক্ষাগার স্থাপন করেন। ১৮৭৯ খ্রিষ্টাব্দ থেকে উইলহেম উন্ড কর্তৃক স্থাপিত গবেষণাগারে নিয়মমাফিক মনোবিজ্ঞানের গবেষণা শুরু হয়। তাই উইলহেম উন্ডকে পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক বলা হয়।
ড. মোহাম্মদ আমীন।
সাধারণ জ্ঞান সমগ্র