জনক : এডমন্ড বার্ক : রক্ষণশীলতা

এডমন্ড বার্ক (Edmund Burke) : রক্ষণশীলতার জনক
ইঙ্গ-আইরিশ লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ এবং দার্শনিক এডমান্ড বার্ক (১২, ১৭২৯ – জুলাই ৯, ১৭৯৭) দীর্ঘ দিন ব্রিটিশ হাউজ অফ কমন্সে ব্রিটিশ হুইগ পার্টি সংসদ সদস্য ছিলেন। আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ ও রাজা ৩য় জর্জের মধ্যকার বিরোধে তিনি উপনিবেশগুলোকে সমর্থন দিয়েছিলেন। তিনি ফরাসি বিপ্লবের চরম বিরোধী ছিলেন। উনিশ শতকে বার্ক রক্ষণশীল এবং উদারপন্থি উভয়ের দ্বারা প্রশংসিত হয়েছিলেন। বিশ শতকের থেকে বার্কে সাধারণের কাছে রক্ষণশীলতার জনক বলে অভিহিত হয়েছেন।
Language
error: Content is protected !!