এমিল ডুর্খাইমের : সমাজবিজ্ঞানের আধুনিক পাঠ্য শাখা
সমাজবিজ্ঞানের আধুনিক পাঠ্য শাখা শুরু হয় এমিল ডুর্খাইমের (১৮৫৮-১৯১৭) কাজের মধ্য দিয়ে। ডুর্খাইম ১৮৯৫ খ্রিষ্টাব্দে বর্দেয়াঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম ইউরোপীয় সমাজবিজ্ঞান বিভাগ চালু করেন। একই বছর তিনি তাঁর ১৮৯৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত লে রিগলেস্ দঁ লা মেথড্ সোশিওলজিক (সমাজবিজ্ঞানের পদ্ধতির ভূমিকা) বইয়ে যুক্তি দেখান, “আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষের কার্যে বৈজ্ঞানিক যুক্তিবাদের বিস্তার ঘটানো… যা দৃষ্টবাদ বলা হয় কিন্তু তা আসলে যুক্তিবাদের ফল।”
ড. মোহাম্মদ আমীন