জনক : এরাতোস্থেনিস : ভূগোলের জনক, পৃথিবীর পরিধির প্রথম পরিমাপক

এরাতোস্থেনিস : ভূগোলের জনক, পৃথিবীর পরিধির প্রথম পরিমাপক
এরাতোস্থেনিসকে বলা হয় ভূগোলশাস্ত্রের জনক। তিনিই প্রথম ব্যক্তি যিনি নিখুঁতভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তিনি ২৭৬ খ্রিষ্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৯৫ খ্রিষ্টপূর্বাব্দে ৮১ বছর বয়সে মারা যান।এরাতোস্থেনিস পৃথিবীর পরিধি পেয়েছিলেন ৪০ হাজার কিলোমিটার। এটা আসল মানের খুবই কাছাকাছি। এখন থেকে ২২০০ বছর পূর্বে কোন আধুনিক প্রযুক্তি ছাড়াই এরাতোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করে ফেলেছিলেন। এটি করতে তিনি ব্যবহার করেছিলেন কেবল একটা লাঠি, একটা দড়ি আর তার মস্তিষ্ক।
ড. মোহাম্মদ আমীন
Language
error: Content is protected !!