জনক : এরিস্টটল : প্রাণীবিজ্ঞান জীববিজ্ঞান ও দর্শন

এরিস্টটল : প্রাণীবিজ্ঞান/ জীববিজ্ঞান ও দর্শন-এর জনক
গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক এরিস্টটল (খ্রিষ্টপূর্ব ৩৮৪- ৭ই মার্চ, খ্রিষ্টপূর্ব ৩২২) প্রাণীবিজ্ঞানের বা জীববিজ্ঞানের জনক। এছাড়া প্লেটোর সঙ্গে তাকে যৌথভাবে “পশ্চিমা দর্শনের জনক” বলা হয়। তার লেখনীতে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিশাস্ত্র, নন্দনতত্ত্ব, কবিতা, মঞ্চনাটক, সঙ্গীত, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ও সরকার নিয়ে আলোচনা রয়েছে, যেগুলো নিয়ে পশ্চিমা দর্শনের প্রথম বুদ্ধিভিত্তিক ব্যবস্থা গঠিত হয়। এরিস্টটল, মেসিডোনিয়ার দ্বিতীয় ফিলিপের অনুরোধে খ্রিষ্টপূর্ব ৩৪৩ অব্দ থেকে আলেকজান্ডারকে শিক্ষাদান শুরু করেন। তিনি লাইসিয়ামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন এবং প্যাপিরাস স্ক্রলে অনেকগুলো বই রচনা করেন। তাঁকে রাষ্ট্রবিজ্ঞানের জনকও বলা হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন, ম্যাকিয়াভেলি। এরিস্টটল, গণতন্ত্রের জনক হিসেবেও পরিচিত।
ড. মোহাম্মদ আমীন
Language
error: Content is protected !!