ওগুস্ত কোঁত : বিজ্ঞানের দার্শনিক ও সমাজ বিজ্ঞানের জনক
ফরাসি সমাজবিজ্ঞানী ও লেখক ওগ্যুস্তু কঁৎ (Auguste Comte) ১৭৯৮ খ্রিষ্টাব্দের ১৯শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন। তাঁকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। সমাজবিজ্ঞানে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি দৃষ্টবাদ বা পজিটিভিজম দর্শনের উন্নয়নে অসামান্য অবদান রাখেন। তিনিই প্রথম ফাংশনালিজম বা ক্রিয়াবাদের ধারণা দেন। ১৮২২ খ্রিষ্টাব্দে কঁৎ তাঁর প্রথম বই প্লঁ দ্য ত্রাভো সিয়ঁতিফিক নেসেসের পু রেয়র্গানিজে লা সোসিয়েতে (Plan de travaux scientifiques nécessaires pour réorganiser la société) প্রকাশ করেন। তিনি ১৮৫৭ খ্রিষ্টাব্দের ৫ই সেপ্টেম্বর মারা যান।
ড. মোহাম্মদ আমীন