জনক : কার্ল রেইমন্ড পপার : অপ্রতিপাদ্য দর্শন

কার্ল রেইমন্ড পপার : অপ্রতিপাদ্য দর্শন
অস্ট্রিয়-ব্রিটিশ দার্শনিক এবং অধ্যাপক স্যার কার্ল রেইমন্ড পপার (২৮ জুলাই ১৯০২ – ১৭ সেপ্টেম্বর ১৯৯৪) সাধারণত বিংশ শতকের অন্যতম সেরা “’বিজ্ঞানের দার্শনিক” হিসেবে খ্যাত। পপার বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে পূর্ববর্তী তর্কশাস্ত্র প্রত্যাখ্যান করেছিলেন। তিনি প্রায়োগিক জালকরণের পক্ষে ছিলেন, এটি একটি তত্ত্ব যা অভিজ্ঞতাবাদী বিজ্ঞানে কখনোই প্রমাণিত হতে পারেনা, কিন্তু এটা মিথ্যা বর্ণিত হতে পারে। পপার যে কোনো কাজ বা সত্যতার প্রতিপাদকের বিরোধিতা করতেন, যেটাকে তিনি সমালোচনামূলক যুক্তিবাদ দ্বারা প্রতিস্থাপন করেন; তিনি এর নাম দেন “দর্শনের ইতিহাসে সমালোচনার প্রথম অ-প্রতিপাদ্য দর্শন”।
ড. মোহাম্মদ আমীন
Language
error: Content is protected !!