কেরনেল চ্যাপেক : রোবট ও রোবটের জনক
রোবট শব্দটির উদ্ভব চেক শব্দ ‘রোবোটা’ থেকে, যার অর্থ ফোরসড লেবার বা মানুষের দাসত্ব কিংবা একঘেয়েমি খাটুনি বা পরিশ্রম করতে পারে এমন যন্ত্র। ১৯২০ খ্রিষ্টাব্দে চেকস্লোভাকিয়ান নাট্যকার কেরনেল চ্যাপেক (Kernel Capek) সর্বপ্রথম রোবট শব্দটি ব্যবহার করেন। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজ করতে পারে। সহজ ভাষায় বলা যায়, যে যন্ত্র নিজে নিজে মানুষের কাজে সাহায্য করে এবং নানাবিধ কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, তাই রোবট। আইজাক আশিমোকে আধুনিক রোবটের জনক বলা হয়।