জনক : কোপের্নিকাস : জ্যোতির্বিজ্ঞান

কোপের্নিকাস : জ্যোতির্বিজ্ঞানের জনক
পোল্যান্ড সম্রাজ্যের রয়েল প্রুসিয়া প্রদেশের থর্ন (অধুনা তোরন) শহরে ১৭৪৩ খ্রিষ্টাব্দের ১৯ শে ফেব্রুয়ারি জন্মগ্রহণকারী জ্যোতির্বিজ্ঞানী করেননিকোলাউস কোপের্নিকাস (ঘরপড়ষধঁং ঈড়ঢ়বৎহরপঁং) জোর্তিবিজ্ঞানের জনক। তিনিই প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। যেখানে তিনি পৃথিবী নয়, সূর্যকে সৌরজগতের কেন্দ্র উল্লেখ করেন। তিনি একাধারে গণিতবিদ, জ্যোতির্বিদ, পদার্থবিদ, আধুনিক প-িতবিদ, অনুবাদক, গভর্নর কূটনীতিক এবং অর্থনীতিবিদ ছিলেন। ১৫১৭ খ্রিষ্টাব্দে তিনি অর্থের একটি পরিমাণ তত্ত্ব বের করেন যাকে অর্থনীতির প্রধান ধারণা বলা হয়। ১৫১৯ খ্রিষ্টাব্দে তিনি অর্থনীতির একটি সূত্র প্রদান করেন যা পরবর্তীকালে গ্রিসমের সূত্র নামে পরিচিতি পায়। ১৫৪৩ খ্রিষ্টাব্দের ২৪ মে তিনি মারা যান।
ড. মোহাম্মদ আমীন
Language
error: Content is protected !!