গটফ্রিড ভিলহেল্ম লাইবনিৎস : বাইনারি পদ্ধতির উদ্ভাবক
জার্মান দার্শনিক ও গণিতবিদ গটফ্রিড ভিলহেল্ম লাইবনিৎস (জুলাই ১, ১৬৪৬- নভেম্বর ১৪, ১৭১৬)-কে অনেকে ক্যালকুলাসের আবিষ্কর্তা হিসেবে সম্মান দিয়ে থাকেন। তাঁর ব্যবহৃত ক্যালকুলাসের অঙ্কপাতন পদ্ধতি বা নোটেশনগুলো বর্তমানে অনুসরণ করা হয়। আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি বাইনারি পদ্ধতি তাঁর উদ্ভাবন। পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, সম্ভাবনা তত্ত্ব এবং তথ্য বিজ্ঞানে তাঁর ব্যাপক অবদান আছে।