জনক : গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক

গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক
ইংরেজি সাহিত্যে কানাডীয় অধ্যাপক ও দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, (২১ জুলাই, ১৯১১ – ৩১ ডিসেম্বর, ১৯৮০) প্রচারমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও খ্যাত ছিলেন। প্রচারমাধ্যমের মাধ্যমে সমাজের প্রভাব বিষয়ে তাঁর সম্যক আগ্রহ ছিল। তাঁকে বিশ্বগ্রাম ধারণার জনক বা প্রবর্তক’ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। বিজ্ঞাপন ও টেলিভিশন শিল্পে তিনি বেশকিছু বিষয়ে ব্যবহারিক প্রয়োগ নিয়ে কাজ করে গেছেন। ‘আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া: দি এক্সটেনশনস অব ম্যান’ তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ।
Language
error: Content is protected !!