জনক : জন লক : আধুনিক গণতন্ত্রের জনক

জন লক : আধুনিক গণতন্ত্রের জনক

ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার জন লক (অগাস্ট ২৯, ১৬৩২- অক্টোবর ২৮, ১৭০৪) আধুনিক গণতন্ত্রের জনক হিসেবে খ্যাত। তিনি জ্ঞানতত্ত্বের আলোচনায় পদ্ধতিগত দিক থেকে নতুনভাবে অভিজ্ঞতাবাদের প্রয়োগ করেছেন এবং বস্তুবাদী দার্শনিক চিন্তাধারাতে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন। তার লেখা যেমন আধুনিক রাজনৈতিক দর্শনের আকর গ্রন্থসমূহ রূপে বিবেচিত, তৎকালীন রাজনৈতিক পালাবদলের একজন সক্রিয় কর্মী হিসাবে নাগরিক অধিকার ও বুর্জোয়া শ্রেণির ক্রমবিকাশে তেমনি রয়েছে তার প্রত্যক্ষ অবদান। তাই তাকে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়।
ড. মোহাম্মদ আমীন

জনক : গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক 

Language
error: Content is protected !!