জন স্টুয়ার্ট মিল : ব্যক্তি ধারণার জনক, উপযোগবাদের জনক
ইংরেজ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং সরকারি চাকরীজীবি জন স্টুয়ার্ট মিল (২০ মে, ১৮০৬ – ৮ মে, ১৮৭৩) ছিলেন উদারনীতিবাদের ইতিহাসে অতন্ত প্রভাবশালী চিন্তাবিদ। তিনি সামাজিক তত্ত্ব, রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক অর্থনীতিবিদ্যাতে ব্যাপক অবদান রেখেছেন। তাঁকে ঊনবিংশ শতকের সবচেয়ে প্রভাববিস্তারকারী ইংরেজিভাষী দার্শনিক আখ্যায়িত করা হয়। মিলের স্বাধীনতাবিষয়ক মতবাদে অসীম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিপক্ষে ব্যক্তির স্বাধীনসত্ত্বাকে প্রাগ্রাধিকার প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মিল ছিলেন উপযোগবাদের প্রবক্তা। এটি এমন একটি নৈতিক তত্ত্ব যেটি তার পূর্বসুরী দার্শনিক জেরেমি বেন্থাম উত্থাপন করেন। তিনি ছিলেন “লিবারেল পার্টি” নামক রাজনৈতিক দলের সংসদ-সদস্য। তিনিই প্রথম নারীদের জন্য ভোটাধিকার চান। মিল একজন অজ্ঞেয়বাদী ছিলেন। নারীদের অধিকার আদায়ে তাঁর ভূমিকা ও সমর্থন ছিল প্রবল, যা তাঁকে নারীবাদের প্রারম্ভকালে বিখ্যাত করে তোলে। “দ্য সাবজেকশন অব উইমেন” বইটি ছিল নারীবাদের সূচনার দিকে নারীবাদের সপক্ষে লেখা কোনো পুরুষ লেখকের প্রথম বই।
জনক : গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক
সাধারণ জ্ঞান সমগ্র