জর্জ লেমিটর : বিগব্যাং সূত্রের জনক
বেলজিয়ামের ধর্মযাজক জর্জ লেমিটর ছিলেন একই সঙ্গে বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী। তিনিই প্রখ্যাত বিগ ব্যাং সূত্রের জনক। ১৮৯৪ খ্রিষ্টাব্দের ১৭ই জুলাই বেলজিয়ামে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৬ খ্রিষ্টাব্দের ২০ শে জুন মারা যান। ১৯২৭ খ্রিষ্টাব্দে মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কিত তাঁর বিখ্যাত প্রবন্ধ “Un Univers homogène de masse constante et de rayon croissant rendant compte de la vitesse radiale des nébuleuses extragalactiques ” (ধ্রুব ভরের সমমাত্রিক মহাবিশ্ব এবং অতিদূরের নীহারিকার অভিসারী গতির জন্য বৃদ্ধিশীল ব্যাসের গণনা) প্রকাশিত হয়। ১৯৩১ খ্রিষ্টাব্দে এই প্রবন্ধটি ইংরেজিতে অনূদিত হয়।
জনক : জন লক : আধুনিক গণতন্ত্রের জনক
জনক : গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক
সাধারণ জ্ঞান সমগ্র