জর্দানো ব্রুনো : পুড়িয়ে মারা বিজ্ঞানী, স্মৃতিবর্ধণ পদ্ধতির জনক
ইতালীয় ধর্মযাজক, কবি, দার্শনিক ও বিশ্বতত্ত্ববিদ জর্দানো ব্রুনো (১৫৪৮-১৭ ফেব্রুয়াারি, ১৬০০) সংগঠিত জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত স্মৃতিবর্ধণ পদ্ধতির জন্য খ্যাত। তিনি বলেছেন, “মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, নক্ষত্র দূরবর্তী সূর্য, যা তাদের অক্ষের চারপাশে ঘুরছে, তাদের নির্দিষ্ট বয়স আছে, নির্দিষ্ট জীবন আছে এবং কোনো কেন্দ্র থাকতে পারে।” প্রচলিত ধর্মের বিরোধিতার অপরাধে তাকে পুড়িয়ে মারা হয়। তাকে বলা হয়, বিগব্যাং প্রথম পথিকৃৎ।