টমাস হবস : সামাজিক চুক্তি তত্ত্বের জনক
ইংরেজ দার্শনিক টমাস হবস (ঞযড়সধং ঐড়ননবং, এপ্রিল ৫, ১৫৮৮-ডিসেম্বর ৪, ১৬৭৯) বিশ্বব্যাপী রাজনৈতিক দর্শনের বিষয়ে তার কর্মের জন্য অধিক পরিচিত। ১৬৫১ খ্রিষ্টাব্দে প্রকাশিত লেভিয়েথন গ্রন্থে তিনি সামাজিক চুক্তি তত্ত্বের ধারণা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে পাশ্চাত্যের রাজনৈতিক দর্শনের গোড়াপত্তন করে। ১৬০৮ খ্রিষ্টাব্দে হবস ২০ বছর বয়সে অক্সফোর্ড হতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ফ্রান্সে ভ্রমণকালে প্রথমে রনে দেকার্তের সঙ্গে, ফ্লোরেন্সে গ্যালিলিওর সঙ্গে পরিচিতি ঘটে এবং তাদের চিন্তাধারায় বিশেষভাবে প্রভাবিত হন। তিনি ১৬৭৯ খ্রিষ্টাব্দের ৪ঠা ডিসেম্বর ইংল্যান্ডে ৯০ বছর বয়সে মারা যান।
ড. মোহাম্মদ আমীন