জনক : থুসিডিয়াস : রাজনৈতিক ইতিহাস ও রাজনৈতক বাস্তবতার জনক

থুসিডিয়াস : রাজনৈতিক ইতিহাস ও রাজনৈতক বাস্তবতার জনক
গ্রিক ইতিহাসবিদ ও এথেনিয়ান জেনারেল থুসিডাইডিস (৪৬০ খ্রিষ্টপূর্ব- ৩৯৫ খ্রিষ্টপূর্ব) “বৈজ্ঞানিক ইতিহাস”-এর জনক। কারণ, তথ্যপ্রমাণ সংগ্রহের কঠোর মান নিয়ন্ত্রণ, ও দেবতাদের হস্তক্ষেপ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের কারণ এবং প্রথাকে কোনো প্রকার উৎস ব্যতীত বিশ্লেষণ করাই ছিল তার প্রধান কাজ। প্রাচীন ইতিহাস হলো মূলত সাহিত্য। সেখানে থুসিডাইডিস সর্বজনীন মানবিক সমস্যাগুলো অনুধাবন করতে পেরেছিলেন। তাকে রাজনৈতিক বাস্তবতার জনকও বলা হয়ে থাকে। ৪২৪ খ্রিষ্টপূর্বাব্দে তিনি জেনারেল হিসেবে নিযুক্ত হন। থুসিডাইডিস ৪৩০ খ্রিষ্টপূর্বের এথেন্সের বিখ্যাত প্লেগ সম্পর্কে বর্ণনা করেছেন, যে প্লেগে এথেন্সের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ নিহত হয়েছিল। এই প্লেগেই এথেন্স নেতা পেরিক্লিস মারা গিয়েছিলেন।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!