জনক : থেলিস : বিজ্ঞানের জনক, বছরের প্রকৃত দিনের সংখ্যা

থেলিস : বিজ্ঞানের জনক, বছরের প্রকৃত দিনের সংখ্যা
প্রাচীন গ্রিক গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং দর্শনের পথিকৃৎ থেলিস বিজ্ঞানের জনক হিসেবে খ্যাত। থেলিসের জ্যামিতি হতে বীজগণিতের ধারণা পাওয়া যায়। তিনিই প্রথম বছরের প্রকৃত দিনের সংখ্যা গণনায় সফলতা অর্জন করেন। তিনি, তারকারাজি পর্যবেক্ষণের দ্বারা সমুদ্রে অবস্থানরত জহাজের দূরত্ব নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। থেলিস কিছু যুগান্তকারী উপপাদ্যের জনক। তিনিই প্রথম দেখান যে একটি বিন্দু নির্দিষ্ট শর্তাধীনে চলমান হয়ে জ্যামিতিক সঞ্চারপথ তৈরি করে। জ্যামিতির পাঁচটি উপপাদ্য প্রণয়নের জন্যই তিনি বিখ্যাত হয়ে আছেন। উপপাদ্যগুলো হলো: (১) একটি বৃত্ত তার যেকোনও ব্যস দ্বারা সমদ্বিখ-িত হয়। (২) সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর বিপরীত কোণগুলোও পরস্পর সমান। (৩) অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ এক সমকোণ বা ৯০ড়। (৪) পরস্পরছেদী দুটি সরলরেখা দ্বারা উৎপন্ন বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। (৫) যদি কোনো ত্রিভুজের ভূমি এবং ভূমিসংলগ্ন কোণদুটি দেওয়া থাকে তবেই কেবল ত্রিভুজটি আঁকা যাবে। তিনি ৬২৪ বা ৬২৫ খ্রিষ্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং খ্রিষ্টপূর্ব ৫৪৭ বা ৫৪৬ অব্দে মারা যান।
Language
error: Content is protected !!