দেমোক্রিতোস : পরমাণুবাদের জনক
দেমোক্রিতোস (৪৬০খ্রিষ্টপূর্ব-৩৭০খ্রিষ্টপূর্ব) প্রাচীন গ্রিসের বিখ্যাত পরমাণুবাদী দার্শনিক। তাঁকে বলা হয় তাঁর সময়ের সবচেয়ে বিদ্বান ও ধনী ব্যক্তি। প্রায় ৭২টি বই তিনি লিখেছিলেন। অত্যন্ত যুক্তিবাদী ও আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী দার্শনিক দেমোক্রিতোস তাঁর পারমাণবিক প্রতীতির জন্যই সর্বাধিক পরিচিত। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর সমস্ত পদার্থ অতি ক্ষুদ্র কণার দ্বারা গঠিত, এত ক্ষুদ্র যে তাকে আর বিভাজন করা যায় না। এই সমস্ত কণা শাশ্বত, অপরিবর্তনযোগ্য ও ধ্বংসের অতীত। এজন্য তাকে পরমাণুবাদের জনক বলা হয়।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ