জনক : পল অ্যান্থনি স্যামুলেসন : আধুনিক অর্থনীতির জনক

পল অ্যান্থনি স্যামুলেসন
বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ এবং ১৯৭০ খ্রিষ্টাব্দে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী পল অ্যান্থনি স্যামুয়েলসন (Paul Anthony Samuelson) ১৯১৫ খ্রিষ্টাব্দের ১৫ই মে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়। তিনি ১৯৪০ খ্রিষ্টাব্দে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৪৪ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৪৭ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি প্রেসিডেন্ট কেনেডি এবং প্রেসিডেন্ট জনসন এর অর্থৈনতিক উপদেষ্টা হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত তাঁর “Foundations of Economic Analysis ” গ্রন্থটি তাঁর সর্বশ্রেষ্ঠ কাজ।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!