জনক : পিটার ড্রুকার : ব্যবস্থাপনার জনক

পিটার ড্রুকার : ব্যবস্থাপনার জনক
পিটার ফার্দিনান্দ ড্রুকার (১৯ নভেম্বর, ১৯০৯ – ১১ নভেম্বর, ২০০৫) অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান ব্যবস্থাপনা পরামর্শদাতা, শিক্ষক এবং লেখক। তাঁর লেখাগুলো আধুনিক দর্শন ও বাস্তবভিত্তিক ফাউন্ডেশনের কার্যক্রমে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত। ব্যবস্থাপনা শিক্ষার উন্নয়নেও তাঁর অবদান রয়েছে। তিনি লক্ষ্য ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত ধারণাটি আবিষ্কার করেন এজন্য তাকে “আধুনিক ব্যবস্থাপনার জনক” বলা হয়। আমেরিকান মনোবিজ্ঞানী ও শিল্পপ্রকৌশলী লিলিয়ান এভিল্যান মোলার গিলবার্থ (২৪ মে, ১৮৭৮- জানুয়ারি ২, ১৯৭২)-কে ব্যবস্থাপনার জনক বলা হয়।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!