ভিলফ্রেদো পারেতো : অর্থনীতির প্যারেতো ভারসাম্যের জনক
ভিলফ্রেদো পারেতো (ঠরষভৎবফড় চধৎবঃড়) ইতালীয় শিল্পপতি, প্রকৌশলী, অর্থনীতিবিদ, দার্শনিক। অর্থশাস্ত্রে তিনি প্যারেতো ভারসাম্য ধারণার জন্য প্রসিদ্ধ। তাঁকে লসান অর্থশাস্ত্রীয় ঘরানার অর্থনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়। ওয়ালরাসের দৃষ্টিভঙ্গী তাঁকে অনুপ্রাণিত করেছিল। গণিত ও সমাজতত্ত্বেও তাঁর উল্লেখ্যযোগ্য অবদান রয়েছে।
ড. মোহাম্মদ আমীন