জনক : মাকসুদুল আলম : পাটের জিন নকশার উন্মোচক

মাকসুদুল আলম : পাটের জিন-এর নকশার উন্মোচক
বাংলাদেশি জিনতত্ত্ববিদ ড. মাকসুদুল আলম (১৪ ডিসেম্বর ১৯৫৪ – ২০ ডিসেম্বর ২০১৪)-এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের যৌথ প্রচেষ্টায় ২০১০ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা। ২০১০ খ্রিষ্টাব্দের ১৬ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ঘোষণা দেন। মাকসুদুল আলম ২০১৪ খ্রিষ্টাব্দের ২০ শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে কুইনস মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যকৃতের জটিলতায় ভুগছিলেন।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!