Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
জনক : মাক্স প্ল্যাংক : কোয়ান্টাম তত্ত্বের জনক – Dr. Mohammed Amin

জনক : মাক্স প্ল্যাংক : কোয়ান্টাম তত্ত্বের জনক

মাক্স প্ল্যাংক : কোয়ান্টাম তত্ত্বের জনক
জার্মান বিজ্ঞানী মাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের জনক। তিনি ১৯০০ খ্রিষ্টাব্দের ১৯ অক্টোবর বার্লিন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের এক সেমিনারে উপস্থাপন করলেন একটি নূতন ফর্মুলা। যা কৃষ্ণবস্তু থেকে বিকিরণের এন্ট্রপি ফর্মুলাকে আরও ব্যাপক করে পরিবর্ধিত করে। সে সময় পদার্থবিদ্যায় এক বিরাট সমস্যা ছিল কৃষ্ণবস্তু থেকে বেরিয়ে আসা বিকিরণের চরিত্র ব্যাখ্যা করা। কৃষ্ণবস্তু এমন একটি বস্তু যার উপরে আপতিত সকল তরঙ্গদৈর্ঘ্যরে তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ শোষণ করে নেয়। একটি গর্তের সরু মুখ বা ওভেনের দরজা কার্যত কৃষ্ণবস্তুর মতন ব্যবহার করে।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ