জনক : মাক্স ভেবার : আমলাতন্ত্রের জনক

মাক্স ভেবার : আমলাতন্ত্রের জনক
ম্যাক্সিমিলিয়ান কার্ল এমিল মাক্স ভেবার (ভুলক্রমে উচ্চারিত ম্যাক্স ওয়েবার) (২১ এপ্রিল ১৮৬৪ – ১৪ জুন ১৯২০) ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধের একজন জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী। আমলাতন্ত্র ধারণাটি প্রথম তিনিই সংজ্ঞায়িত করেন। তাই তাকে আমলাতন্ত্রের জনক বলা হয়। তিনি সামাজিক তত্ত্ব, সামাজিক গবেষণা ও সমাজতত্ত্ব বিষয়টিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন। আধুনিক সমাজবিজ্ঞানের স্থপতি হিসেবে এমিল ডুর্খাইম ও কার্ল মার্কস-এর সঙ্গে তার নামও গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!