জনক : মেকিয়াভেলি : আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক

মেকিয়াভেলি : আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক
নিক্কোলো দি বের্নার্দো দেই মাকিয়াভেল্লি বা নিকোলো মেকিয়াভেলি (৩রা মে, ১৪৬৯-২১শে জুন, ১৫২৭) ছিলেন রেনেসাঁস বা ইউরোপীয় নবজাগরণ যুগের রাজনৈতিক দার্শনিক, সঙ্গীতকার, কবি এবং রোমান্টিক কমেডি ধাঁচের নাট্যকার। তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। মাকিয়াভেলি রচিত “ইল প্রিঞ্চিপে (বাংলায় :রাজকুমার ও ইংরেজিতে : দ্য প্রিন্স)” গ্রন্থটি তাঁর সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এবং বহুল পঠিত গ্রন্থ। এই গ্রন্থটিকে অভিহিত করা হয় বিশ্বসাহিত্যের অন্যতম অর্থপূর্ণ, ভীতিজনক, প্ররোচনামূলক, হিংসাত্মক ও কঠিন আঘাত দিতে সক্ষম রচনা বলে। ১৫১৩ খ্রিষ্টাব্দে ম্যাকিয়াভেলি এই বইটি লিখেছিলেন ফ্লোরেন্সের তৎকালিন রাজা পিয়ারো ডি মেডিচির পুত্র প্রিন্স লরেঞ্জোর প্রতি উপদেশমূলক গ্রন্থ হিসেবে। যদিও লরেঞ্জো সেসময় এ উপদেশ গ্রহণ করেননি; কিন্তু পরবর্তীকালে বিশ্বের যত স্বৈরশাসক ও ডিকটেটর এসেছেন সবাই “দ্য প্রিন্স” গ্রন্থকে মূল উপজীব্য হিসেবে বেছে নিয়েছিলেন। মুসোলিনি ‘দ্য প্রিন্স’ গ্রন্থের এক সংস্করণে ভূমিকা পর্যন্ত লিখেছিলেন। হিটলার তাঁর শয্যাপাশে সবসময় এক খ- দ্য প্রিন্স রাখতেন বলে শোনা যায়।

ড. মোহাম্মদ আমীন

জনক : জন লক : আধুনিক গণতন্ত্রের জনক 

Language
error: Content is protected !!