জনক : রবার্ট হুক : জীবদেহের ক্ষুদ্রতম একক কোষের জনক

রবার্ট হুক : জীবদেহের ক্ষুদ্রতম একক কোষের জনক
ইংরেজ দার্শনিক, স্থপতি এবং বহুশাস্ত্রবিদ রবার্ট হুক (১৮ জুলাই , ১৬৩৫ -০৩ মার্চ, ১৭০৩) ১৬৬৫ খ্রিষ্টাব্দে রয়েল সোসাইটি অব লন্ডন এর যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হওয়ার পর কাঠের ছিপির একটি পাতলা সেকশন অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে দেখলেন, সেখানে মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট সেল বা প্রকোষ্ঠ রয়েছে। তিনি এগুলোর নাম দেন Cell। Cellula ল্যাটিন শব্দ এর অর্থ Little Boxes। ১৬৬০ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন যা হুকের সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ণ, এর বিকৃতির সমানুপাতিক। তিনি রয়েল গ্রিনিচ মানমন্দির এবং রয়েল কলেজ অব ফিজিশিয়ান্স-এর নকশাকার। তিনি জীবদেহের ক্ষুদ্রতম একক কোষের উদ্ভাবক।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ
Language
error: Content is protected !!