Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
জনক : রেডিও বিজ্ঞানের জনক – Dr. Mohammed Amin

জনক : রেডিও বিজ্ঞানের জনক

রেডিও বিজ্ঞানের জনক
বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা স্যার জগদীশ চন্দ্র বসুর গবেষণার ফলে উদ্ভিদবিজ্ঞান শাখা সমৃদ্ধ হয়ে ওঠে। ভারতীয় উপমহাদেশে ব্যাবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা হয় তাঁর হাত ধরে। ভারতের ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাঁকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করে। জগদীশ চন্দ্র বসু ১৮৫৮ খ্রিষ্টাব্দের ৩০শে নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি অঞ্চলের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। বিক্রমপুরের রাঢ়িখাল গ্রামে তাঁর পরিবারের প্রকৃত বাসস্থান ছিল। তার পিতা ব্রাহ্ম ধর্মাবলম্বী ভগবান চন্দ্র বসু তখন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।এর পূর্বে ভগবানচন্দ্র ১৮৫৩ থেকে ১৮৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ভগবান চন্দ্রই এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন। পরে তিনি বর্ধমান ও অন্যান্য অঞ্চলে ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর এই জগদীশচন্দ্র বসু মারা যান।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ