রোসেল ভন রোসেনহফ : অ্যামিবার আবিষ্কারক
অ্যামিবা, প্রোটোজোয়া পর্বের এককোষী মুক্তজীবী প্রাণী। এককোষী হলেও এটি একটি কোষ দিয়ে যাবতীয় কাজ সম্পাদন করে থাকে। অ্যামিবা অযৌন দ্বি-বিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। অগাস্ট যোহান রোসেল ভন রোসেনহফ অ্যামিবার আবিষ্কারক। তিনি ১৭৫৫ খ্রিষ্টাব্দে রূপ-পরিবর্তনকারী গ্রিক পৌরাণিক সমুদ্র দেবতা প্রোতিয়ুসের নামে নামে অ্যামিবা সদৃশ একটি জীবের বর্ণনা দেন। রোসেনের বর্ণিত এই জীবের সঙ্গে বর্তমানে পরিচিত অ্যামিবা প্রোটিয়াস প্রজাতির অনেক মিল রয়েছে। সে সূত্রে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে অ্যামিবা সদৃশ যে-কোনো স্বাধীন এককোষী জীবকে প্রোটিয়াস অ্যানিমেলকিউল বলা হতো।
ড. মোহাম্মদ আমীন
লিংকসমূহ